নামখানা একটি দারুন জায়গা। এখানের মানুষজন খুবই ভালো। এরা অত্যন্ত সহজ সরল। আজকের আমার এই পোষ্টে কিচু আমার নামখানার কিছু  ছবি আপনাদের দেখাই। পরে এখানের সবকিছু আপনাদের বলে বোঝানো যাবে। এই ছবিগুলো দেখলেই আপনারা এখানকার জীবনধারা সম্পর্কে একটা ধারনা পেয়ে যাবেন। তাহলে এখন ছবিগুলো দেখাই।


 নামখানা বাজারের পড়ন্ত বিকালালের একটি দৃশ্য। যাত্রীরা বকখালিতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গাড়ি ধরতে ছুটছেন। ১৫ মিনিট অন্তর অন্তর নামখানা থেকে বকখালির উদ্দেশ্য বাস সার্ভিস চালু আছে।
 এই সেই বিখ্যাত হাতানিয়া দুয়ানিয়া নদী। এই নদীর উত্তর দিকের পাড়ের নাম নারায়নপুর আর দক্ষিন দিকের পাড়ের নাম নামখানা। এই হাতানিয়া দুয়ানিয়া নদী হলো এই বাংলার অন্যতম অন্তর্দেশীয় জলপথ। এখানদিয়ে বাংলাদেশী জাহাজগুলো ভারতে যাতায়াত করে। এই ছবিগুলো নামখানার খেয়াঘাটের ছবি।















কোন মন্তব্য নেই

গল্প বা কবিতা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না

Blogger দ্বারা পরিচালিত.