ভালোবাসা

ভালোবাসা

টাকা দিয়ে দেহ পাওয়া যায় মন পাওয়া যায় কভু,
প্রেম দিয়ে সদা প্রেম মিলে এ কথা বলে গো প্রভু।
টাকা দিয়ে তুমি নারীরে কিনিবে এ যে গো মুর্খামী,
বিপদ কালে সে পলাইয়া যাবে কাঁদিবে অন্তর্যামী।
রঙের খেলায় কি সুখ আছে মন যদি না রাঙে,
টাকা দিয়ে কি মান ভাঙে গো প্রেমে মান ভাঙে।
টাকা দিয়ে কি সব পাওয়া যায় ক্ষুধা তৃষ্ণা প্রেম,
টাকার গরবী বুঝিতে কি পারে কাঁদে কেন হারেম!
অর্থ সাগরে বাসা বাঁধিলেও প্রেমের সুখ না পাবে,
বৃক্ষ তলাতে সে সুখ আছে প্রেমের পরশ লাভে।
টাকা দিয়ে দেহ পাওয়া যায় মন পাওয়া যায় কভু,
প্রেম দিয়ে সদা প্রেম মিলে এ কথা বলে গো প্রভু।
কপিরাইট @তারাপদ মাঝি
দেবনগর
৩০/০৭/২০২২

কোন মন্তব্য নেই

গল্প বা কবিতা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না

Blogger দ্বারা পরিচালিত.