এবার আমি আপনাদের একটি কবিতা শোনাই। কবিতা কিনা জানি না। যদি কবিতা বলে মনে হয় তাহলে আমাকে লিখে জানাবেন।

বুলা
বুলার হলো বিয়ে।
জনক তাহার নিস্ব হয়ে,
সাজিয়ে দিলে জামাতা সুতার।
আঁখির বারি ফেলি দিল তারে বিদায়।

ললনার বিবাহ লাগি,
জমি জিরেত সবই বিক্রি,
ভিক্ষা মাগি জীবন চলে।
দিন কাটে খুব দুখে,
পিতা মাতা সব সহে যায়
অদ্ভুত হাসিমুখে।

মাথে সিঁদুর ভালে টিপ হাতে শুভ্র শাঁখা,
পরণে চেলি রাঙা পায়ে হলুদ মাখা।
অঙ্গ তার রাজকন্যাসম লাগে,
বিদায়কালে এই ছবি সদাই মনে জাগে।

তারাপদ মাঝি।
১৫.০৪.২০০৯


কোন মন্তব্য নেই

গল্প বা কবিতা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না

Blogger দ্বারা পরিচালিত.