যমের চার চিঠি

যমের চার চিঠি
#তারাপদ মাঝি #
শেষ চিঠি যমের থেকে এলো মোর হাতে,
“চলৎ শক্তি হারানো”র চিঠি নিলাম মাথা পেতে।
তাতে লেখা যমের ধারা ধরায় কতক্ষণ রবে,
আত্মীয়দের সঙ্গ ছেড়ে কখন খেলা সাঙ্গ হবে।
“পক্ক কেশ”এর চিঠি যখন পাবে ধরার মানুষ,
বুঝতে হবে ফাটলো তার কৈশর খেলার ফানুষ।
“দৃষ্টিশক্তি” হারানোর চিঠি আসবে যখন হাতে,
সাঙ্গ হবে যৌবন খেলার ঘা লাগবে আঁতে।
এর পরে পাবে সবাই “দন্ত পতন” চিঠি,
শেষ করবে সকল কাজ রেখো না তা বাকি।
শেষ চিঠি আসবে এবার “চলৎ শক্তি হারানো”র,
এই চিঠি পেয়েছি ভাই সময় বিদায় জানানোর।
যমের চিঠি অমোঘ রে ভাই, আমরা সবাই জানি,
মানতে হবে যমের “ধারা” কেউ করে না হানি।
দেবনগর
০৭/০২/২০১৮

কোন মন্তব্য নেই

গল্প বা কবিতা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না

Blogger দ্বারা পরিচালিত.