মনে পড়ে

মনে পড়ে

জানি না তুমি কেমন আছো জানবো কিভাবে,
হারিয়ে গেছে বিবেক আমার সংসার প্রভাবে।
মনে পড়ে কত গল্প করেছি সঙ্গে ভ্রমেছি কত,
কত খুনসুটি কত চুলোচুলি করেছিনু অবিরত।
সেই মনে পড়ে আষাঢ়ের জলে মাছ ধরার খেলা,
দুজনে ঘুরিতাম সারা মাঠে সন্ধ্যার আঁধার বেলা।
আজও কি তোমার এলো চুল পাছা ছাড়িয়ে যায়,
বেনি কি এখন কাকোদর সম নিতম্বে দোল খায়।
আজও কি তুমি সকালে কাউকে সঙ্গে না নিয়ে,
কাঁসার থালায় পান্তা খাও পেঁয়াজ লঙ্কা দিয়ে!
এখনও কি আমার মতো আমায় মনে কি পড়ে!
তোমার কাছে যাবো কেমনে একটি মাথা ধড়ে।
জানি না তুমি কেমন আছো জানবো কিভাবে,
হারিয়ে গেছে বিবেক আমার সংসার প্রভাবে।
কপিরাইট @তারাপদ মাঝি
দেবনগর
০১/০৮/২০২২

কোন মন্তব্য নেই

গল্প বা কবিতা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না

Blogger দ্বারা পরিচালিত.