সত্যই সেলুকাস, কি বিচিত্র এই দেশ।

সত্যই সেলুকাস, কি বিচিত্র এই দেশ

বুকটা গর্বে ফুলে উঠে-
যখন বংশপ্রদীপ বলে
‘ আমি ডাক্তার হতে চাই।
কিংবা ব্যারিষ্টার ইঞ্জিনিয়ার বা কালেক্টার'।
সোনা,জমি বিক্রি বা বন্ধক রেখে
বংশপ্রদীপের শিখা প্রজ্জ্বলিত রাখি।
কিন্তু বংশপ্রদীপ যদি বলতো
‘ আমি ভালো কৃষক হতে চাই’।
বাবার আঁখিযুগল কুঁচকে ছোট হয়ে যাবে।
মাথা ঘুরবে রাগে দশাননের মতো।
ভাবখানা এমন যেন তার জীবনখানা মাটি।
সভ্যতার উষালগ্ন থেকে আজও
খাদ্য যোগায় একমাত্র জমি আর কৃষক।
কিন্তু তাকে লালন-পালন করে
নিরক্ষর অশিক্ষিত মানুষ।
তার কৃষি সম্পর্কে নেই কোন শিক্ষা।
প্রনাম সেই কৃষককে-
যাদের পর্যাপ্ত কৃষি-শিক্ষা না থাকলেও
কোটি মানুষের খাদ্য জোগানের দায় নিয়েছে কাঁধে।
‘সত্যই সেলুকাস, কি বিচিত্র এই দেশ'।

তারাপদ মাঝি
দেবনগর
০৯/০৪/২০১৭

কোন মন্তব্য নেই

গল্প বা কবিতা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না

Blogger দ্বারা পরিচালিত.