একটু দেখা

একটু দেখা
তোমায় দেখেছিলাম রৌদ্রস্নাত দুপুরে।
গোলাপরাঙা শাড়িতে নিজেকে মুড়ে নিয়ে
গর্ভস্থ শ্যামল ক্ষেতের আলে বসেছিলে।
তোমার রৌদ্রে ঝলসানো কোমল মুখাবয়ব,
শাড়ির আলতো ফাঁকদিয়ে উঁকিদেওয়া নাভিমূল
হালকা সমীরণে ওড়া কয়েকগাছা কুন্তল,
আলতারাঙা দুপায়ের আলিঙ্গনের দোলন
তোমায় বড় মোহময়ী করে তুলেছিল।
 মন্দন আবিষ্ট ট্রেন থেকে তোমার
পটলচেরা চোখের হালকা হাসির চাহনি দেখে
বুকে আনন্দের স্রোত বয়ে গিয়েছিল।
মনে তুমি ছবি হয়ে গেলে।
আজও গমনাগমনের পথে ব্যকুল হৃদয়
তোমায় খুঁজে ফেরে।

তারাপদ মাঝি
দেবনগর
০৯/০৪/২০১৭

কোন মন্তব্য নেই

গল্প বা কবিতা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না

Blogger দ্বারা পরিচালিত.