ইঁদুরের সমস্যা

ইঁদুরের সমস্যা

হাবুদের বাড়িতে উৎপাত ইঁদুরে।
চাল ধান খায় শুধু বেঁচে থাকা দায়রে।
ভেবে ভেবে হাবুর এক বুদ্ধি এলো মনে,
বাজার থেকে ইঁদুর ধরার কল এক আনে।
ইঁদুরবাছা তা দেখে মনে পেল ভয়,
দৌড়ে গিয়ে সেকথা মোরগের কাছে কয়।
হেঁসে কয় মোরগভায়া – আমার তাতে কি?
ইঁদুরকলে আমার কোন ক্ষতি হবে কি!
ইঁদুরকলে তোমার ভয়, আমি আছি বেশ।
দূর হও সামনে থেকে আসছে ঘুমের রেশ।

কি ভেবে ইঁদুর তখন ছাগলের কাছে বলে,
ধরবে চাষী আমায় ইঁদুর ধরা কলে।
একটু ভেবে বল ভাই কি করবো আমি,
তোমার উপদেশ আমার কাছে দামী।
হেঁসে কয় ছাগলভায়া কি আর বলবো তরে,
ইঁদুরধরা কলে কি ছাগল কখনো মরে।
তোর দায় তুই বোঝ, দূর হও এখন,
ঘুম দেব খেয়েছি মনের মতন।
ইঁদুর খুব দু:খ পেল, কাঁদলো মনে মনে,
বাড়ি না ছাড়লে পরে মরবো  ধনে প্রানে।
রাতের বেলা বাড়ি ছাড়লো নয়নের জল ফেলে,
কেউটে তাকে তাড়া করে ছুটছে হেলে দুলে।
প্রান নিয়ে পালায় ইঁদুর ধরতে নাহি পারে,
ছুটতে গিয়ে কেঊটে মশাই ইঁদুরকলে পড়ে।
শব্দ করে যাঁতাকলে আটকে গেল কেউটে,
শব্দ শুনে হাবু তখন এলো ছুটে ছুটে।
দৌড়ে গিয়ে ইঁদুরভায়া লুকালো আড়ালে,
কি হয় দেখবে আজি যা থাকে কপালে।

আঁধার ছায়ায় কলে কে বুঝতে নাহি পারে,
ইঁদুর ভেবে কেউটের লেজটি হাবু ধরে।
কেউটে ছোবল দিলো চিৎকার করে হাবু,
সাপের ছোবলে হাবু একেবারে কাবু।
হাবু এখন হাসপাতালে বাঁচার লড়াই করে,
আত্মীয় স্বজন এলো হাবুর সেবার তরে।
আত্মীয় স্বজন খাবে কি পুকুরে নাই মাছ,
সবাই বলে এখন তবে মোরগটাকে কাট।
মোরগ গেল হাঁড়িকাঠে দু:খ করে মনে,
ইঁদুরের কথা যদি ভাবতাম যতনে।
তখনই কাটা গেল মোরগের মাথা,
ইঁদুরভায়া বলে যদি ভাবতে আমার কথা!

কয়েকদিন পরে হাবু মারা গেল শেষে,
হাবুর বউ কেঁদে নয়নজলে ভাসে।
অন্তেষ্টিতে ক্রিয়াকর্ম টাকা অনেক চাই,
হাবুর বউয়ের কাছে এত টাকা নাই।
শেষে বউ বিক্রি করে বাড়ির ছাগলটাকে,
ঘাতক ছাগলটাকে কসাইখানায় কাটে।

সমস্যাটি ছিল ইঁদুরের, এটা হয়তো ঠিক,
সকলের সেই সমস্যা ভাবা উচিত।

তারাপদ মাঝি
দেবনগর
১লা বৈশাখ,১৪২৪
১৫/০৪/১৭




কোন মন্তব্য নেই

গল্প বা কবিতা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না

Blogger দ্বারা পরিচালিত.