মুক্তি চাই

মুক্তি চাই
আজ পঁচিশে ডিসেম্বর।
কোন এক বেথলেম শহরে জন্মেছিল যে শিশু,
সে পৃথিবীর মানুষের মুক্তির পথ দেখায়।
আজ তাঁরই জন্মদিনকে স্বাগত জানাতে
মানুষ মেতেছে হৃদয়গ্রাহী উৎসবে।
কেবলমাত্র মহামানবের জন্মোৎসবে মেতেছে
জীবনের কিছু মুহুর্তকে আনন্দে ভরিয়ে তুলতে।
আকাশ বাতাশ মুখরিত লাউডস্পিকারের শব্দে।
সড়কে গাড়ির সারি জনকোলাহল দেখে
বড়ই আশ্চর্য লাগে, গোলকধাঁধায় ঘুরি।
যে পয়সা মানুষ এই উৎসবে ব্যয় করে,
আমার কাছে তা অপব্যয় বলে মনে হয়।
যে দেশের মানুষ “দু'টাকার চাল”পেতে লালায়িত,
তারা এরকম উৎসবে মেতে ওঠে!
বসেছি গ্রামের প্রত্যন্ত এক জায়গায়।
তবুও এই উৎসবের রোশনাই থেকে
আমি মুক্তি পাচ্ছি কই!
কোথায় পাবো শান্ত নিরিবিলি পরিবেশ!
দূর দুরান্ত থেকে ভেসে আসে চটুল হিন্দি গান,
গানের সঙ্গে চলছে হৃদয় বিদারক মিউজিক।
মুক্তু চাই এই অসভ্য সভ্যতার আগ্রাসন থেকে,
নতুবা বিদায় চাই এই নরক কুন্ড হতে।
Copyright @tarapada majhi
Debnagar-25/12/2017

কোন মন্তব্য নেই

গল্প বা কবিতা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না

Blogger দ্বারা পরিচালিত.