আবোল তাবোল

আবোল তাবোল
আজ তিন দিন।
তিনদিন অফিসের কাজ শেষ করার তাগিদে,
উপরওয়ালাদের সামলাতে সামলাতে,
আমার বাড়ি ফেরার শেষ ট্রেনটি
আমাকে ছাড়াই নামখানায় পৌছায়।
আমি অসহায় শিশুর মতো বোবা হয়ে যাই।
বুকের যন্ত্রনা সহ্য করে অফিসে থেকে যেতে হয়।
কারন কর্তব্য আর দায়িত্ব বড়ই নিঠুর।
জীবনে কোন দিন করি নি রাত্রি যাপন,
শহরে কিং বা আধা শহরে।
গ্রামের শান্ত নিরিবিলি জীবন আমার।
সরবেড়িয়ার এই আধা- শহরের যান
চলাচল শব্দে শান্তিঘুম বিঘ্নিত।
অর্ধনিশি জাগরনে কাটে।
মাঝে মাঝে আমার সঙ্গদানকারী
মেজদার নাসিকা শব্দে ঘুম ভেঙ্গে।
রাজ্য সড়কের পাশেই আমার অফিস,
একপাশে লরীর শব্দ অপরপাশে ট্রেন।
সারারাতের ঘুম আমার একেবারে শেষ।
কপালের লিখন কে খন্ডাবে ভাই,
কর্তব্যের খাতিরে তাই সব সয়ে যাই।
Copyright@tarapada majhi
Sarberia-21/12/2017

কোন মন্তব্য নেই

গল্প বা কবিতা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না

Blogger দ্বারা পরিচালিত.