#গৃহিনীর_রান্না


সুন্দর গল্প ও কবিতা

দেশে বিদেশে ভ্রমণ করি কত কিছু দেখি,
জানা অজানা ভিন্ন রকম তৃপ্ত করে আঁখি।
মনের ভিতর সুপ্ত চিন্তা জিহ্বা তৃপ্ত তরে,
দেশী বিদেশী কত যে খাদ্য খাই হৃদি ভরে।
চাউমিন আর চিলি চিকেন শিক কাবাব রুটি,
আলু পরোটা চিকেনরোল বিরিয়ানি খাঁটি।
খাসির মাংস ইঙ্গ সুরা কত বন্ধু মিলি,
কেটেছে কত দিবস রজনী বোতল হয়েছে খালি।
ক্ষনিকের তরে সে স্বাদ পেয়েছি হৃদি হয়েছে ধন্য,
দিবস গেলে সে স্বাদ ভুলেছি হৃদ ভান্ড শুন্য।
ঘরেতে ফিরে গৃহিনীর রাঁধা সজনে শাকের ভাজা,
চিংড়ি দিয়ে কুমড়োর ঘেঁট ইলিশ পাতুরি তাজা।
কাকড়ার ঝাল মৌরালার অসাধারণ রান্না,
দুরছাই তোর বিরিয়ানি খাসি গিন্নি রান্না পান্না।
কপিরাইট@তারাপদ মাঝি
দেবনগর-নামখানা
১লা অক্টোবর,২০১৯

কোন মন্তব্য নেই

গল্প বা কবিতা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না

Blogger দ্বারা পরিচালিত.