#প্রভাত_ভ্রমন


সুন্দর গল্প ও কবিতা

আজ প্রভাতে কি শোভা হেরিনু নয়ন জুড়ায়ে যায়,
আঁখি পল্লব না ফেলিতে পারি রুপের বন্যা ধরায়।
ঊষার রবি পূব দিগন্ত ছুঁয়ে আজ দিবস সৃষ্টি করে,
সোনার কোমল রশ্মি বিলায় জীবন রক্ষা তরে।
আকাশে উড়িছে সাদা সাদা মেঘ যেন পিজা তুলা,
ধানের আগায় শিশির বিন্দুতে রবি রশ্মি খেলা।
শালিক বনকাক ডাহুক বলাকা আরও আনোখা পাখী,
কি রুপের বাহার প্রভাত বেলায় ধন্য মোর আঁখি।
আজ মেঠো পথে চলি নগ্ন পায়ে শিশির ভেজা তৃণে,
পদযুগল মোর বিধৌত হয় হর্ষ জাগে প্রানে।
শন্ শন্ বেগে দ্বিচক্র বাহনে ছাত্র চলিছে পাঠে,
প্রকৃতির কাছে পাঠ না নিয়া পাঠ কিনিছে হাটে!
ক্ষেতের আলেতে হেতা হোতা দেখি জনা কয়েক চাষী,
আলুথালু বধূ আলেতে বাঁধে নধর নধর খাসি।
দীর্ঘ জলাশয়ে শ্যাপলা ফুল ফুটে হয়েছে এমন সাদা,
মনে হয় যেন দিঘির উপরে কেউ লেপেছে শুভ্র কাদা।
মধু সন্ধ্যানে ভ্রমর ফিরিছে শ্যাপলা ফুলে ফুলে,
পাতার ফাঁকে পানকৌড়ি ডোবে মাছ ধরিছে জলে।
প্রভাতের হাওয়া গায়ে মেখে ফিরি শান্ত মোর তনুমন,
অক্ষি পাকায়ে গৃহিনী বলিল-বাজার হইবে কখন?
প্রকৃতির সব শোভা মুহূর্তে বিলীন গিন্নির কথা শুনি
সংসারের ঘানি যে সব কেড়ে নেয় এই কথাট মানি
কপিরাইট@তারাপদ মাঝি
দেবনগর-নামখানা
৩রা অক্টোবর,২০১৯

কোন মন্তব্য নেই

গল্প বা কবিতা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না

Blogger দ্বারা পরিচালিত.