প্রথম প্রেয়সী

প্রথম প্রেয়সী
এই সেই স্টেশন নিশ্চিন্তপুর,
আমার প্রথম প্রেয়সী বেলপুকুরের হৃদয়।
এখানে তোমার জন্য আমার হৃদয়
প্রথম প্রেমের আনন্দে উদ্বেলিত হয়েছিল।
তোমার হৃদষ্পন্দনের প্রতটি কম্পন
আমার ধমনী শিরায় সঞ্চারিত হয়েছিল।
প্রথম প্রেমের আবেশে তোমায় জড়িয়ে ধরেছিলাম।
লতার মতো তুমি আমায় আলিঙ্গন করেছিলে।
তোমায় ভালোবাসতে বাসতে তোমাতে মিশেছিলাম।
তোমায় ভালোবেসে আমি নি:স্ব হয়েছি।
তোমার ঠোঁটে ঠোঁট রেখে
আমার ভরা যৌবনকে নি:শেষ করেছি।
তুমি ধীরে ধীরে আমার সম্মুখে নিরাবরণ হয়েছো।
প্রেমাবেশে আবিষ্ট হয়ে তোমায় আলিঙ্গন করেছি।
তোমার ওষ্ঠে চিবুকে গন্ডে চুম্বন দিয়ে
কুচযুগলের উপত্যকায় গিয়ে থেমেছি।
আরও হয়তো অধ:গামী হতাম,
কিন্তু বাধ সাধলো এক নির্দয় হৃদয়হীন মানুষ।
তার মসির অসির এক খোঁচায়
তোমায় পরিত্যাগ করে চলে যেতে হলো
নতুন প্রেয়সীর কাছে ভালোবাসার সন্ধ্যানে।
তার ভালোবাসা বোঝার আগেই
আবার এলো মসির অসির খোঁচা।
আবার প্রেয়সী হলো বদল।
নতুন প্রেয়সী বেশ ভালো।
সবুজ শ্যামল তার বসন,
গাছ গাছালীতে ভরা।
নাম তার নারায়নীতলা।
তার ভালোবাসায় মাদকতা আছে।
সে মোহময়ী,সুন্দরী,আধুনিকা।
সে আমায় ভালোবাসে, বিশ্বাস করে।
কিন্তু আমি যেন ভালোবাসা ভুলে গেছি।
বড্ড ভয় করে-
তোমায় ভালোবেসে যে বেদনা পেয়েছি
নারায়নীতলা থেকে তা পেতে চাই না।
তাকে যখনই জড়িয়ে ধরি,
তোমার মুখখানা বারে বারে ভেসে ওঠে।
আমার অভিসারে তোমার হৃদয় ছুঁয়ে যাই,
তোমায় ছুঁয়ে ফিরি।
আজ ট্রেনটি তোমার হৃদয়ে দাঁড়িয়ে।
তোমার যৌবনের সেই মাদকতা অনুভব করছি।
ভাবি তোমার পাশে বসে প্রেমালাপ করি।
নতুন প্রেয়সীর ভয়ে তা হলো না।
বোধ হয় তারই নির্দেশে ট্রেন দিল ছেড়ে।
বিদায় প্রিয়া।
বিদায় নিশ্চিন্তপুর।
©Copy Right
তারাপদ মাঝি
শিয়ালদহ নামখানা ট্রেন।
২৪/০৫/২০১৭

কোন মন্তব্য নেই

গল্প বা কবিতা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না

Blogger দ্বারা পরিচালিত.