প্রকৃতি

ঘননীলাকাশে ভেসে চলে সাদা মেঘের ভেলা,
তারই মাঝে রবিরশ্মির লুকোচুরি খেলা।
ধরার সমীরণে মায়ের পদধ্বনির ছোঁয়া,
আশ্বিনে প্রকাশিবে জগৎজননীর কায়া।
অপরুপ রুপে মাগো তোমারে হেরিলাম,
দশভূজার রুপ তুমি তোমারে প্রনাম।
গোলককে সাজিয়েছ গোলকধাম সম,
গোলকবাসী ধন্য আজি তোমারে নম।
পৃথ্বির ধান্যক্ষেত সাগর সাকার,
সবুজ তরঙ্গ তাহে উঠিতেছে বার বার।
ধ্ববল সারস তাহে বিচরন করে,
অচেনা পাখির কূজনে দশদিক ভরে।
সবুজ সাগর মাঝে অজগরের খেলা,
গাগরী ভরিয়া সবে বধূদলের চলা।
তোমার অপরুপ রুপে মাগো হৃদয় জুড়ায়,
গরীবে বঞ্চিত করো খিদের জ্বালায়।
এসংসারে সব সহি রুপ দেখা যায়,
জঠরজ্বালা অবজ্ঞা করি কিছু নাহি হয়।

তারাপদ মাঝি
দেবনগর
০৪/০৯/২০১৪

কোন মন্তব্য নেই

গল্প বা কবিতা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না

Blogger দ্বারা পরিচালিত.