অন্তর্দৃশ্য


অন্তর্দৃশ্য
যন্ত্রদানব ছুটে চলে লৌহদন্ডের উপর,
সারা জগৎ নৃত্য করে তাহার পেটের ভিতর।
বারোখানা পেট তাহার মুখ পায়ুদ্বার কত,
মূর্খ আমি গাঁইয়ের মানুষ হিসাব জানি না কত।
নানা রকম মানুষ সেথায় কে জানে কোন দেশী,
নানা রকম পোষাক তাদের ইঙ্গদেশী বেশী।
একটি পেটের কোনেতে বসি দেখছি যাত্রাপালা,
হকার পেসেঞ্জার চরিত্রগুলো আমার শিরমালা।
পেয়ারাওলা হাঁক দেয় পেয়ারা কেনার জন্য,
আঁতাওলা বলে-“ আমার আঁতা অনন্য”।
ঘুগনি দোকানি বলে-“ ঘুগনি খাবেন বাবু”।
গামছা দোকানি গামছা বেচে নেবু দোকানি নেবু।
মনোহারী দোকান আনে একটি বৃদ্ধ মানুষ,
গান শুনিয়ে ভিক্ষে চায় গান শুনলে আসবে হুঁস।
ট্রেনের ভিতর সবাই সমান কেউ নয়কো ছোট বড়,
ধনী গরীব হিন্দু যবন বৃদ্ধ যুবা উকিল ডাক্তার।
সবার সাথে সবাই থাকে হাঁসি ঠাট্টায় মশগুল,
ভিড়ের মাঝে সবার প্রতি সবার থাকে ভালোবাসার দুল।
তারাপদ মাঝি
১৩/০৮/২০১৬

কোন মন্তব্য নেই

গল্প বা কবিতা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না

Blogger দ্বারা পরিচালিত.