বেদনা

বেদনা

যত ওষুধ খাই গো প্রিয়,
সে তো ওষুধ নয় বিষ শুধু।
তব ভালোবাসা যদি পেতেম,
এ মরুভুমি হতো না ধূ ধূ।
আজ অকালে বরষা এলো,
মরা শাখে প্রানের পরশ ছোঁয়ায়।
মৃত দেহে প্রান কি ফিরে আসে,
যতই থাকুক বাঁচার আশায়।
জীবনে জোয়ার ছিল যখন,
ভালোবাসার ভিখারী ছিনু বটে।
সে মর্যাদা দিলে না তুমি মোরে
তাইতো ঘুরি হাটে মাঠে ঘাটে।
মারণ ব্যাধি আজ ঢুকিল দেহে,
সে ব্যাধির যন্ত্রনা সহিতে নারি।
যন্ত্রনা আরও যন্ত্রনা হয়,
যখন তব অবহেলা স্মরি।
যত ওষুধ খাই গো প্রিয়,
সে তো ওষুধ নয় বিষ শুধু।
তব ভালোবাসা যদি পেতেম,
এ মরুভূমি হতো না ধূ ধূ।
কপিরাইট @তারাপদ মাঝি
দেবনগর
৩০/০৭/২০২২

কোন মন্তব্য নেই

গল্প বা কবিতা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না

Blogger দ্বারা পরিচালিত.