#মন_মানে_না




কঠিন ব্যাধি,
অনেক দূরে যেতে হবে তা সারাতে হলে।
মন যেতে চায় না কিছুতেই।
এই বাড়ি উঠোন সুখি গৃহকোন ছেড়ে।
দূরে গিয়ে আর যদি ফিরে আসা না হয়,
এই সুখের বিছানা হারানোর ভয়ে মন ব্যাকুল
তবু যেতে হয়।
বাঁচবার আশা মানুষের কাছে বেশীটাই সত্য।
এই পুকুরের জলের ধারে বসা বলাকার সান্যিধ্য,
নকুলের দলের পিচ্ছিল মনোরম চলাফেরা,
পানকৌড়ির জলে ডুব দিয়ে মাছ ধরে খাওয়া,
মাছরাঙার জলে ঝাঁপ দিয়ে ঠোঁটে মাছ নিয়ে উঠা,
শালিকের কিচির মিচির ঝগড়া উঠোনের মাঝে,
দোয়েল আর ফিঙের অসম লড়াই দেখার আনন্দ
সব কিছু ফেলে চলে যেতে হবে বহু দূরে
শরীর যন্রনা দূর করে সুস্থতার জন্য।
হয়তো শরীর সুস্থ হবে,
নতুবা দূরে থেকে যেতে হবে চিরদিনের তরে।
এটাই জীবন।।
কপিরাইট @তারাপদ মাঝি
দ্বারিগনগর হাসপাতাল
০৬/০৭/২০২২

কোন মন্তব্য নেই

গল্প বা কবিতা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না

Blogger দ্বারা পরিচালিত.