কালোমেয়ের দু:খ

কালোমেয়ের দু:খ
আমি ঐ মেয়েটাকে চিনি,
সে আমার অচৈতন্য দেহটাকে
একাই রাস্তা থেকে তুলে এনেছিল।
শক্তিরুপিনী মা দশভূজার মতো
তার মমতাময় স্নেহ দিয়ে
আমায় সুস্থ করে তোলে।
কিন্তু তার এই গুনের কদর পেলো না
সমাজের কীট কিছু অসভ্য পুরুষের কাছে।
পাকা দেখার সময় রঙের বিচারে
তার গুনগুলোও কালো হয়ে গেছে।
আত্মমর্যাদা রক্ষার্থে সতীর পথ বেছে নেয় মেয়েটি।
এখনো কি আমরা সভ্য হবো না?
মানুষের বিচার হবে তার রঙের বিচারে!
তারাপদ মাঝি
দেবনগর
২২/০৩/২০১৮

কোন মন্তব্য নেই

গল্প বা কবিতা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না

Blogger দ্বারা পরিচালিত.