অলস সময়

অলস সময়
বসে আছি অফিসে একা,
অফিস একেবারে শুনসান,
আমি ছাড়া কেউ অফিসে আসেনি,
নির্বাচনের ডাকে ব্লকের অন্দরে
সবাই হয়েছে জড়ো কাজের জন্যে।
জন অরণ্যের পথ দিয়ে
ঐ সেক্রেটারী আসে কাধেঁ ব্যাগ।
পরীক্ষার্থীদের অভিবাবকদের ভীড়ে
পঞ্চায়েতে আসার পথ ঢাকা,
ওদিকে তাকিয়ে আমার সময় কেটে যায়।
তারাপদ মাঝি
সরবেড়িয়া
০৪/০৪/১৮

কোন মন্তব্য নেই

গল্প বা কবিতা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না

Blogger দ্বারা পরিচালিত.