মেঘের রুপ

মেঘের রুপ
ঝিকিমিকি করে মেঘ আকাশের কোলে,
রুপ তার দেখিলে মন যায় ভুলে।
এরুপ না হেরি নর ক্ষমতা পাইবারে,
ধরনীতে সকলে ভোট যুদ্ধকরে মরে।
হায় নর না বুঝিলে অর্থের ছলনা,
হীরক ছাড়িয়া নিলে নকল সোনা
তারাপদ মাঝি,
শিয়ালদহ নামখানা ট্রেন
২৫/০৪/১৮

কোন মন্তব্য নেই

গল্প বা কবিতা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না

Blogger দ্বারা পরিচালিত.