প্রভাতে কালবৈশাখী

প্রভাতে কালবৈশাখী
তারাপদ মাঝি
রাত্রি শেষে হলো শুরু মেঘের গর্জণ,
পশ্চিম গগন আজি কালোমেঘে ঢাকে,
নিখিল কম্পিত এবে ঘন ঘন নাদে।
কালবৈশাখীর শুরু হ’লো আগমন।
বয় বায়ু শন শন মেঘ বন বন,
আকাশে তড়িৎ খেলে চমকিয়া উঠি।
নিকষকালো পৃথিবী নিদ্রা গেল ছুটি,
মধুর স্বপন ভাঙে বিষাদিত মন।
উষার আলোকরাশি পূবাকশে দেখি,
ছিন্নভিন্ন মেঘ হ’তে আলোবিচ্ছুরিত,
অপরুপ রুপ তাই যেই জন দেখে।
হোক সে ভীষণ তবু কৃষকের আঁখি,
প্রথম বরষ পেয়ে চাষা আহ্লাদিত,
কালবৈশাখীর ধারা জলছবি আঁকে।
সোমবার, 26 ফেব্রুয়ারী 2018
দেবনগর

কোন মন্তব্য নেই

গল্প বা কবিতা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না

Blogger দ্বারা পরিচালিত.