ট্রেনে ফেরার পথে

ট্রেনে ফেরার পথে
অন্ধকারের বুকচিরে ছুটে চলেছে ট্রেন।
বসেছি একেবারে শেষ কামরায়।
দরজার হাতল ধরে সামনে চেয়ে দেখি
এক অপরুপ দৃশ্য বড়ই মনলোভা।
ট্রেনটাকে আর ট্রেন মনে হচ্ছে না।
সে যেন এক আলোকোজ্জল বিছে,
বা আলোর ফেরিওয়ালা।
সে শহর থেকে আলো বয়ে এনে
গ্রামে গ্রামে আলো দিয়ে যায়।
সেই আলো পেয়ে দুখিনী মায়ের ছেলে
তার মাকে ভুলে যায় অবহেলায়।
ভাইয়ের বুকে ছুরি বসাতে হাত কাঁপে না তার।
কিছু সবুজ পতঙ্গ এতটাই আলো পেয়েছে যে
কামরার ভিতরে নপুংসকের ঢঙে নৃত্যরত।
তাদের দেখে আমার প্রান কেঁদে ওঠে।
আবার দূরে দৃষ্টি চলে যায়,
দূরে দূরে গ্রামে বিজলীর আলো দেখা যায়,
গগনে বিরাজিত গ্যালাক্সীর মাঝে
টিম টিমে এক একটি নক্ষত্র যেন।
ট্রেনের গতি শ্লথ হয়।
চিন্তার জটাজাল ছিড়ে বাড়ীর পথ ধরি।

তারাপদ মাঝি
শিয়ালদহ-নামখানা ট্রেন
০৪/০৪/১৮

কোন মন্তব্য নেই

গল্প বা কবিতা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না

Blogger দ্বারা পরিচালিত.