আনন্দের মাঝে দুখ

আজ মহাসপ্তমী৷
দশভূজার আরাধনায় সবাই মত্ত৷
আবাল বৃদ্ধবনিতা সবাই আনন্দে উদ্বেলিত৷
মানুষের হাতে পয়সা এসেছে৷
সবাই রঙবেরঙের পোষাকে সুসজ্জিত৷
হাতে রয়েছে দামী মোবাইল৷
যা আকর্ষনীয় তার সেলফি তুলছে সবাই৷
আজ শুধু আনন্দ আর আনন্দ৷
এতো কিছুর মাঝে আমার মনটা বড্ড ভারাক্রান্ত হয়৷
উৎসবে অপচয় দেখে আর দুষণ দেখে!
মানুষ বোকার মতো পানীয় জল অপচয় করছে৷
সে জানে না ভু-গর্ভের জল নষ্ট করার ফল কি ভয়ঙ্কর!
যত্রতত্র প্লাষ্টিকের পাত্র আর পলিথিন ফেলে,
কিংবা থার্মোকল ফেলে পরিবেশকে করছে দুষিত৷
এই পৃথিবীকে কেউ শিশুদের বাসযোগ্য করে যেতে আসেনি৷
শিশুদের জন্য সবাই রেখে যাচ্ছে দুষণভরা পৃথিবী৷

কপিরাইট@তারাপদ মাঝি
দেবনগর
১৬/১০/১৮


কোন মন্তব্য নেই

গল্প বা কবিতা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না

Blogger দ্বারা পরিচালিত.