ভোরাই

ভোরাই
আবার এসেছে ফিরে সে,
আকাশে বাতাসে তারই বার্তা শুনি৷
পাতলা কুয়াসার পর্দা দিয়ে সূর্যিমামা
পুবাকাশের ভূ-সমলয়ে উঁকি মারে৷
হাবল গাছের চওড়া পাতায় তার রাত্রি
জাগরনের স্বেদ জমে জমে
ভোরবেলা বৃষ্টির ফোঁটা হয়ে টুপটাপ পড়ে৷
মাঠে সবুজের ঘন আস্তরনের উপর মুক্তোর বিন্দু,
পোয়াতি ধানগাছগুলি প্রসবের অপেক্ষায় রত৷
পূবাকাশ থেকে স্বর্নালী আলোর রেনু নিয়ে
বলাকার দল পশ্চিমাকাশে উড়ে চলে৷
ভোরের জনহীন রাস্তায় খেচরের বিচরন৷
শিশিরভেজা ঘাসের উপর মাকড়সার জালে
শিশিরবিন্দু জমে অপরুপ রুপে বিরাজিত৷
ধীরে ধীরে সূর্যের তেজ বাড়ে৷
ভোরের অপরুপ রুপ ক্রমাগত অবলুপ্ত হয়৷
পৃথিবী সচল হয়৷
ভোরের রুপ শুধু স্মৃতিতে থেকে যায়৷
কপিরাইট@তারাপদ মাঝি
দেবনগর
৯/১১/১৮

কোন মন্তব্য নেই

গল্প বা কবিতা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না

Blogger দ্বারা পরিচালিত.