ছুটির বিনোদন

ছুটির বিনোদন

ছুটিটা বেশ ভালোই গেলো,
না ভাই বেড়াতে যাই নি কোথাও।
ছা পোষা মানুষ আমরা,
গরীব -সমাজের শোষিত শ্রেনী।
বাধ্য হয়ে ভোট বেচি দু'টাকার চালে।
ওই পেলেই আমরা সুখী।
কই মাছের প্রান আমাদের,
সামান্য জল পেলেই বেঁচে যাই।
তা যাক, ধনীদের মতো
আমাদের ব্যাংকের খাতাটি ভারী নয়।
তাই হিল্লী- দিল্লী যাওয়ার প্রশ্ন নেই।
কিন্তু তাতে কি!
নদীতে জাল দিয়ে ধরেছি
টেংরা, ভেটকি, পারসে আর ভোলা।
ছিপ ফেলে ধরেছি সুস্বাদু কর্কট।
ধরেছি লাল চিংড়ি,চামনে আর বাউটা চিংড়ি।
তাই দিয়ে পুরো দশভুজার ছুটি,কালী মায়ের ছুটি
আর ভাই ফোঁটায় খেয়েছি
টেংরা,ভেটকি, ভোলা, কাঁকড়ার ঝাল।
চেঁটপুটে খেয়েছি পারসের ভাপা।
কচু পালং শাক চিংড়ি দিয়ে ঘন্ট।
তারপর একটু ভাতঘুম দিয়ে কাছে পিটে
মায়ের শ্রীচরনে প্রনাম করে আসি।
বলি, মাগো আমি কিচ্ছু চাই না,
শুধু" আমার সন্তান যেন থাকে মাছে ভাতে"।
কপিরাইট@তারাপদ মাঝি
দেবনগর
১১/১১/২০১৮

কোন মন্তব্য নেই

গল্প বা কবিতা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না

Blogger দ্বারা পরিচালিত.