মাতৃদর্শন

মাতৃদর্শন
সেদিন তোমায় দেখেছিলাম দূর্গাপুজার ভীড়ে,
তুমি পরেছিলে একখানা আটপৌরে শাড়ি,
অতিসাধারণ লালপেড়ে সাদা শাড়ি৷ 
দেহে ছিল না কোনো অলঙ্কার৷
তবুও তুমি সালঙ্কারা৷
সিঁথিতে টকটকে লাল সিঁদুর,
হাতে শঙখ বলয়,
মাথায় সুর্যাস্তের মতো লাল টিপ,
আর আলতা রাঙা দু'খানি পা৷
তোমাকে দেখাচ্ছিল আমার মায়ের মতো,
তোমার মধ্যে দেখেছিলাম আমার মা'কে৷
আমার আরাধ্যা জন্মদাত্রীকে৷
কপিরাইট@তারাপদ মাঝি
দেবনগর
১৭/১০/২০১৮

কোন মন্তব্য নেই

গল্প বা কবিতা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না

Blogger দ্বারা পরিচালিত.