হাত ছেড়ো না বন্ধু

হাত ছেড়ো না বন্ধু

তুমি হাত ছেড়ো না বন্ধু
শতজনমের তপস্যায় পেয়েছি তোমায়।
তোমার শরীরে মিশে যেতে চাই,
তোমার ভালোবাসায় আপ্লুত হতে চাই,
তোমার নিশ্বাসে নিশ্বাস মিলাতে চাই,
তুমি হাত ছেড়ো না বন্ধু।
জীবন এক দুর্লভ বস্তু,
আবার মানব জীবন আরো দুর্লভ।
এই জীবনকে ধন্য করে যেতে চাই,
তোমাকে পেয়েই আমি ধন্য।
যখন ফাগুনের দখিনা বাতাস
বয়ে যাবে তরুশাখে মৃদু আন্দোলন তুলি,
তোমার পরশে উঠিবে শিহরন
ভরিবে ভুবন তবে প্রেমে।
হে বন্ধু রাখো তোমার হাতটি শুধু হাতে।
শরতের শস্য যখন লুটিবে খেতের আলে,
পাখীরা করিবে কুজন মাঠে মাঠে শাখে,
গোধুলীর রক্তাম্বরা দিকচক্রবালে
নববধুর লাল বেনারসীর আঁচলে
নিমজ্জিত হবে দিবসের রাজা দিবাকর,
সেই মধুর লগনে হাতে হাত রাখো শুধু
ভুলে যাবো জীবনের যত দুখ।
তুমি হাত ছেড়ো না বন্ধু।
কপিরাইট@তারাপদ মাঝি
শিয়ালদহ নামখানা ট্রেন
১৫/১১/১৮

কোন মন্তব্য নেই

গল্প বা কবিতা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না

Blogger দ্বারা পরিচালিত.