বাজারের হাল চাল

সুন্দর গল্প ও কবিতা

সকাল হতে সেজে গুজে বাজার পানে চলি,
ট্যাঁকে কিছু টাকা নিয়েছি হাতে বাজার থলি।
সবজি দোকানে গিয়ে শুনি আনাজের কি দাম!
দাম শুনে মাথা ঘুরছে দিচ্ছে গায়ে ঘাম।
পটল বেগুন ঢেঁড়স ঝিঙা চল্লিশ টাকায় বিকোয়!
আলু এখন কুড়ি টাকা পিঁয়াজ ষাট টাকা কিলোয়!
কোন মতে সবজি ছেড়ে মাছ বাজারে যাই,
মাছের দামে কপাল পুড়ে মাছ কিনবো কি ভাই!
কুচো চিংড়ি দু'শ টাকা বড় চিংড়ি পাঁচ'শ,
ভেটকি এখন সাত'শ টাকা বড় ট্যাংরা আট'শ!
পচা ভোলা দেড়'শ টাকা পারসের গা গরম,
চাকলে বিকোয় দু'শ টাকায় শরীরটা বেশ নরম।
কাঁকড়ার দাম আকাশ ছোঁয়া ইলিশ বন্দী জেলে,
ট্যাঁকের কথা মাথায় রেখে লইটা মাছই মেলে।
চাকুরী করেও খেতে যদি হয় লইটা মাছের ঝাল,
সাধারণ মানুষ খাবে কি? কেমন তাদের হাল?
কপিরাইট@তারাপদ মাঝি
দেবনগর-নামখানা
১৭ই সেপ্টেম্বর,২০১৯

কোন মন্তব্য নেই

গল্প বা কবিতা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না

Blogger দ্বারা পরিচালিত.