#চাকুরী_ওয়ালার_শ্রাদ্ধ

চাকুরী মানেই ঘুষ রাজ্যের মুকুটহীন রাজা,
রক্তচোষা জোঁকের মত শোষন করে প্রজা।
চাকুরী মানেই বেইমানি আর বেয়াদপের গুন,
এক মানুষেই সমন্বিত যত শয়তানির আগুন।
চাকুরী মানেই উপরি টাকায় চলমান সংসার,
বেতন শুধু বাচ্চা পেড়ে গড়ে টাকার পাহাড়।
চাকুরী মানেই বাঁকা পথের পথিক সে জন দেখি,
বিষ্ণু ভগবান চাকুরী করলে ভগবান সে মেকি!
চাকুরী মানেই ফাঁকিবাজ আর সুরাসক্ত মানুষ,
পত্নী উপ-পত্নী ভোগে থাকে না তার হুঁস।
চাকুরী মানেই ধাপ্পাবাজ ঘুষে পাওয়া কাজ,
যোগ্য মানুষকে লাথি দিতে নাইকো তার লাজ।
স্কুল মাষ্টার চাকুরী করে গাঁয়ের বিদ্যালয়ে,
সেও কি ঘুষের ভক্ত! খাদ রয়েছে আয়ে?
আমার কথা শেষ না হতেই ছিদ্রান্বেষী বলে,
চাকুরী মানেই ঘুষের খাবার অবসর পর্যন্ত চলে।
চাকুরী করলেই ঘুষের ফাঁদ আপন হাতেই পাতে,
চাকুরী যতই ছোট হোক ঘুষ আসবেই হাতে।
চাকুরীওয়ালার পিন্ডি চটকে কি যে আনন্দ ভাই,
রোজ দু'বেলা চাকুরীওয়ালার পিন্ডি চটকানো চাই।
কপিরাইট@তারাপদ মাঝি
দেবনগর-নামখানা
১৯শে সেপ্টেম্বর, ২০১৯

কোন মন্তব্য নেই

গল্প বা কবিতা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না

Blogger দ্বারা পরিচালিত.