#সকালের_সনেট

সুন্দর গল্প ও কবিতা

সকালে বিছানা ছাড়ি গগনকে দেখি,
দেখি মুখ ভার ভার থমথমে কায়া,
ধূম্র মেঘের আকাশে দিগভ্রম পাখী,
নারিকেল তাল চায় ভগবান দয়া।
ধরণী নিথর আজি প্রহর সে গুনে,
ইতি উতি আলে ক্ষেতে বক বিচরণ,
কাকগুলি ভীত বুঝি তার কথা শুনে,
একমাত্র মানুষের মুক্ত আচরণ।
হঠাৎ বাতাস বয় মেঘ ডাকে গুরু,
ধরণী আঁধার হয়ে অমাবস্যা রাত,
নিশাচর ভুল করে গগনে বেড়ায়।
মেঘের ভেলায় এলো বৃষ্টি হলো শুরু,
বাতাস বৃষ্টির ভারে তরু সব কাত,
ভয়ে ভীত শুভ্র বক কুলায় পলায়।
কপিরাইট@তারাপদ মাঝি
দেবনগর-নামখানা
২৫ শে সেপ্টেম্বর ২০১৯ - মঙ্গলবার

কোন মন্তব্য নেই

গল্প বা কবিতা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না

Blogger দ্বারা পরিচালিত.