·বৈকালিক ভ্রমণ

 ·বৈকালিক ভ্রমণ


পশ্চিমদিগন্তে অস্তমিত রক্তিম সূর্য।
নভমন্ডলে দিনান্তের খেচরকুল
আপনার নিড়ালয়ে ফিরিছে ত্বরা।
একাকী রুগ্নতনু শুশ্রুশ্বালাগি নগ্নপদে
ছায়াঘন গ্রাম্যপথে বিচরন করি।
সলাজ গ্রাম্যবধু রোমন্থক অজগুলি লয়ে
ফিরিছে আলয়ে ত্রস্তপায়ে নিতম্ব দুলায়ে।
গ্রীস্মের দাবদাহে জীবকায়ে প্রশান্তি আনিতে
প্রলয়ে ছুটে আসে দখিনা বায়ু।
মনুষ্যকায়ে এঁকে দেয় প্রেমের চুম্বন।
বিক্ষুব্ধ তনুখানি শান্ত হয়ে যায়
যেমন শান্ত হয় রমনে তৃপ্ত তনু।
গতির গ্রাসে একে একে প্রবেশ করে
বেরাদের পুকুর,বেনুবন,রায়েদের বোরজ
আর পদদলিত মেঠোপথ এখনো অবহেলিত।
কিছু চেনা, আবার অচেনার ভীড়ে নিজেকে
হারিয়ে ফেলি,খুঁজি পুরানো শেকড়।
দেখি প্রাচীন শেকড় মরে গিয়ে জম্মানো
নতুন শেকড়ে পরিচয় হারিয়ে গেছে।
যামিনীর কাছে লজ্জাবস্ত্র ছেড়ে
ফিরে আসি নিজের বিবরে।
তারাপদ মাঝি
দেবনগর
২২/০৪/১৮

কোন মন্তব্য নেই

গল্প বা কবিতা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না

Blogger দ্বারা পরিচালিত.