চাঁদিনীরাতের সনেট

চাঁদিনীরাতের সনেট

রাতের গ্রামে একেলা মেঠোপথে ঘুরি।
নীলাকাশে চাঁদ ওঠে কবি বলে "রুটি",
চাঁদ আলো গায়ে মেখে হাঁটি গুটি গুটি,
রাতের আকাশ যেন এক মায়াপুরী।
উড়ে যায় নিশাচর গগন মাঝারে।
দখিনের সমিরণে তাল নারিকেল
নিথর প্রহরি তারা কর্তব্যে অটল,
রুপসুধা পান করি প্রকৃতি আঁধারে।
জীবনের প্রয়োজনে অর্থ খুব দামী,
অতিরিক্ত অর্থ কবে কে করেছে ভোগ,
প্রকৃতির রুপসুধা গ্রহন না করি,
'জীবনের মুল্য' অর্থে খোঁজা বন্ধ হোক।
তারাপদ মাঝি
দেবনগর
২/০৮/১৮

কোন মন্তব্য নেই

গল্প বা কবিতা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না

Blogger দ্বারা পরিচালিত.