একটি কারন



একটি কারন

বাবা গরীব দীনদুঃখী অশান্ত তার মন,
মেয়ে হয়েছে বিবাহ যোগ্যা বিয়ে দেবে কেমন।
মেয়ে আবার সুন্দরী নয় দেহের রঙ ময়লা,
যৌবনে সে পূর্ন হলেও কেউ দেয়না বরমালা।
কষ্টে যদিও বিয়ে হলো বরটি ভারি লোফার,
দিবারাত্রি জ্বালিয়ে মারে টাকার চাহিদা অপার।
বাধ্য হয়ে বিংশোবতী কলকাতায় যায় কাজে,
বাবুরা তার কাজের ফাঁকে হাঁটে শরীর ভাঁজে।
বরের শুধু টাকা চাই শরীরের কিবা দাম,
বাবুদের তাই ভালোই মেটে যৌবনের কাম।
রাতের বেলা হিংশ্র পশু নখের ছোবল তীব্র,
দিনের বেলা শুভ্র বস্ত্রে সাজেন অতি ভদ্র।
তখন সে বিচার করে দুখিনী সেই মেয়ের,
পতিতা বলে বিধান দিয়ে মান বাঁচান গাঁয়ের।
সমাজ শুধু বিচার করে বিবেচনা নাই তার,
কত মেয়ে যে নষ্ট হয় কারন খোঁজে কি আর?
তারাপদ মাঝি
শিয়ালদহ নামখানা ট্রেন
১০/০৭/২০১৮

কোন মন্তব্য নেই

গল্প বা কবিতা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না

Blogger দ্বারা পরিচালিত.