নৈমিত্তিক



নৈমিত্তিক

এসেছে ট্রেন লক্ষ্মীকান্তপুরে।
দাঁড়িয়েছে কিছুক্ষণ,
আরও দাঁড়াবে বিশ মিনিট।
এখন ন'টা সাত।
এবার সে আসবে।
লিকলিকে হাত বাড়িয়ে দেবে,
দু'একটাকা পাওয়ার আশায়।
রুগ্ন শরীর লোলচর্ম দেহে,
উপবীত দেহে কটিদেশে ঝোলে।
অতি বৃদ্ধ তিনি।
নূজ্বদেহে ধীরে ধীরে , 
আমার কাছে এসে বাড়িয়ে দেবে হাত।
একরাশ আশা নিয়ে তাকায় আমারই দিকে।
ছেলে কি আছে?
কি জানি আছে কিংবা নাই।
ভগবান বুদ্ধই ঠিক,
বৃদ্ধত্ব বড়ই দুঃখের।
তারাপদ মাঝি
সরবেড়িয়া
০২/০৮/২০১৮

কোন মন্তব্য নেই

গল্প বা কবিতা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না

Blogger দ্বারা পরিচালিত.