ইলিশ মাছ ও



ইলিশ মাছ ও

অফিস সেরে ফিরছি বাড়ি মনে প্রবল আশা, 
আজ রাতে খাওয়া হবে একটি ইলিশ খাসা।
পড়ে রইলো চায়ের দোকান তাসের খেলাঘর,
সবার ফাঁকি দিয়ে এলাম আমার সাধের ঘর।
বাড়ির কাছে শ্বাস নিলাম আমার খাঁচা ভরে,
জানতে চাই ইলিশ রান্না হচ্ছে কিনা ঘরে।
বাড়িতে ঢুকে অবাক হলাম একি কান্ড ভাই,
দাম বেশী বলে গিন্নি ইলিশ কেনে নাই।
শুনে আমার মটকা গরম গিন্নিকে তাই বলি,
টাকা নিয়ে কি স্বর্গে যাবে! ইলিশ আনতে চলি।
মুখ ঝামটা দেয় গিন্নি চোখ রাঙিয়ে বলে,
তিনটা মেয়ের বিয়ে দেবে হাত খোলা কি চলে!
বেলুন আমার চুপসে গেল গিন্নির কথা শুনে, 
বাজারের থলে ছুঁড়ে দিলাম খাব ইলিশ বিনে!
খেতে বসে দেখতে পেলাম পুঁই শাকের ব্যাঞ্জন
নটে শাকের চচ্চড়ি আর ডালবড়ির পাঁচন!
কি আশায় ছুটেছিলাম কি যে পেলাম ভাই,
মেয়েরা তো বোঝা নয় তবুও তাদের ডরাই!
পন করলাম খারাপ খাবো মেয়ের জন্য খাবো,
বাড়তি টাকা মেয়ের জন্য খরচ করে যাবো।
বিয়ে নয় স্বাবলম্বী করবো তাদের সবাই,
মেয়ে আনবে ইলিশ তখন আমার প্রয়োজন নাই।
তারাপদ মাঝি
সরবেড়িয়া
০২/০৮/২০১৮

কোন মন্তব্য নেই

গল্প বা কবিতা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না

Blogger দ্বারা পরিচালিত.