২২শে শ্রাবন



২২শে শ্রাবন

ও বুড়ো তুমি করলে কি?
তুমি আর শেখালে কি?
না হয় পেলে নোবেল প্রাইজ,
না হয় গড়লে একটি 'বেইজ',
কিংবা গড়লে এক শান্তিনিকেতন,
সে তো এখন জ্ঞানে অচেতন!
হয়তো হলো এক অমর্তসেন,
সে তো এখন বিদেশে থাকেন!
ও বুড়ো তুমি করলে কি?
তুমি আর শেখালে কি?
তোমার সেই কবিতাগুলো,
উড়িয়ে দিতো ময়লাধূলো,
গানগুলো বাজতো প্রানে,
সে হারিয়েছে হিন্দিগানে!
তুমি এখন রাস্তার মোড়ে,
ঠিকানা হয়ে আছো পড়ে!
ও বুড়ো তুমি করলে কি?
তুমি আর শেখালে কি?
তোমার সেই গল্পগুলো,
কোথায় যে হারিয়ে গেলো!
তুমি যখন চলে গেলে,
কিছুদিন সেগুলো চলে।
তারপর হঠাৎ করে
নেট তারে খেয়ে নিলে!
তুমি এখন স্মৃতির পাতায়
ক্যালেন্ডার মনে করায়!
ও বুড়ো তুমি করলে কি?
তুমি আর শেখালে কি?
আমাদের যদি ভালোবাসো,
একবার তাই চলে এসো।
ও বুড়ো তুমি করলে কি?
তুমি আর শেখালে কি?
তারাপদ মাঝি
দেবনগর
০৮/০৮/১৮

কোন মন্তব্য নেই

গল্প বা কবিতা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না

Blogger দ্বারা পরিচালিত.