অপেক্ষা

অপেক্ষা

ভয় নেই ওরে ভয় নেই,
কৃষ্ণপক্ষের কোন ভয় নেই।
হোক না বৃষ্টি ঝড় বাদল,
তাতেও থাকে সবার মঙ্গল।
কৃষ্ণপক্ষের পনের দিন,
কাটলে আসবে আশার সুদিন।
অর্গল দিস সাবার ঘরে,
আঁধার রাতে বাঁচার তরে।
শয়তান যতই নির্মম হবে,
আঁধার শেষে ফলটি পাবে।
আয় শান্তি আয়রে সুখ,
তোর আশাতেই বেঁধেছি বুক।
তারাপদ মাঝি
শিয়ালদহ নামখানা ট্রেন
২৫/০৪/১৮

কোন মন্তব্য নেই

গল্প বা কবিতা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না

Blogger দ্বারা পরিচালিত.