জীবন থেকে শিক্ষা

জীবন থেকে শিক্ষা

গ্রাম থেকে বহুদুরে
আসিয়াছি লৌহবাঁধা পথে,
শহরের কাছাকাছি গ্রামে
প্রায় শহরের মাথে।
শহরের ঢেউ আসে বেগে
গ্রামের পানে ধেয়ে,
নারীতো রঙ্গিনী যেন
কে যাবি চল নায়ে!
চিতার কাছে পৌছেছি
পৃথিবীর রুপরস তেতো,
সবুজে রঙ্গ করুক
তরুন পুড়িয়া মরুক তাতে।
একাকী দ্বিতল পরে
শুয়েছি হেলান দিয়ে মেঝে,
রাখিতে দুধে ভাতে
কেউ কেউ ভিখারী সাজে।
তাই গ্রাম থেকে দূরে
সন্যাসব্রত নিয়ে আছি,
পুরিতে মনের সাধ
জীবনে সবকিছু সহেছি।
তারাপদ মাঝি
সরবেড়িয়া
(০২/০৮/২০১৮)

কোন মন্তব্য নেই

গল্প বা কবিতা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না

Blogger দ্বারা পরিচালিত.