#ফর্মূলা

গোপাল দাদুকে বলে-
“জানো দাদু, আমাদের মান সম্মান সব গেল!
প্রতিবারই পাড়ার মেয়েদের কাছে হেরেই চলেছি!
আর হারব নাই বা কেন?
আমরা সবাই মিলে সংখ্যায় মাত্র সাত,
আর ওরা সবাই মিলে সংখ্যায় হল সাতাশ।”
দাদু মুচকি হেসে বলে-
“যতই তোমরা বলশালী হও না কেন দাদু ভাই,
তোমাদের কোন দাম নাই।
কারণ তোমরা সহমতে সম্মিলিত নও,
আবার মেয়েদের তুলনায় সংখ্যায় বেশ কম।
জেনে রাখো সবে-
এ নিখিলে সংখ্যা গরিষ্ঠ সবে লঘিষ্ঠেরে হানে,
অত্যাচারে নিপীড়নে নিষ্পেষিত করে।”
করুণ কন্ঠে গোপাল বলে-
“এ নিপীড়ন অপমান থেকে মুক্তির 
কোন উপায় কি নেই?”
হেসে দাদু বলে-
“সমস্যা থাকলে পরে সমাধান রবে।
ছলে বলে কৌশলে গরিষ্ঠেরে বিভাজিত করিবে,
লঘিষ্ঠ গরিষ্ট হবে, গরিষ্ঠ লঘিষ্ঠে।
অমুল্য কাঞ্চনের ন্যায় শাসন দন্ড হাতে পেলে
এ ধরণী শাসন করিবে নিজ মর্জি মতে।
অনেক পন্থা আছে জন্ম কমাবার,
অনেক পথ আছে গরিষ্ঠকে লঘিষ্ঠ করিবার।
জন্ম বাড়ালে বাড়ে লঘিষ্ঠ প্রজাতি,
অত্যাচার করলে কমে গরিষ্ঠ প্রজাতি।
সুকৌশলে রাশ টানিলে জন্মহার প্রতি,
গরিষ্ঠ লঘিষ্ঠ হবেই, লঘিষ্ঠ গরিষ্ঠে।”
এই ফর্মুলা মেনে কাজ যদি কর,
পাড়ার মেয়েরা হবে ভীষণ জব্দ,
নিশ্চিন্তে রাজত্ব কর পাড়ার ভিতর।
কপিরাইট@তারাপদ _মাঝি
১৫ই অক্টোবর,২০২০
দেবনগর।

কোন মন্তব্য নেই

গল্প বা কবিতা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না

Blogger দ্বারা পরিচালিত.