#বিশ্বাস _ঘাতককেও _আমি_ভালোবাসি


#কবিতা
#বিশ্বাস _ঘাতককেও _আমি_ভালোবাসি
আমি তোমায় ভালোবাসি।
বিশ্বাস হয় না তাই না?
কি করে বিশ্বাস করবে?
তুমি যে কোন দিন কাউকে বিশ্বাস করো নি।
কিন্তু তবুও তোমায় বলি আমি তোমায় ভালোবাসি।
তোমাকে ভালোবাসি বলেই কি তোমার সব আবদার মেনে নিতে হবে!
তুমি হাসতে বললে হাসবো,
তুমি নাচতে বললেই আমি নাঁচবো!
তোমার বোঝা উচিত আমার স্বাধীনতা আছে,
স্বাধীনতা ভোগ করার অধিকার আছে বলেই আমি স্বাধীনতা চাই না।
বাঁচাতে এবং বাঁচার জন্য স্বাধীনতা চাই,
কুষ্ঠ এবং কর্কট রোগের সঙ্গে লড়াই করতে শক্ত মেরুদন্ড চাই,
শক্ত মেরুদন্ডের জন্য স্বাধীনতা চাই।
মেরুদন্ড খুব শক্ত হয় সহকর্মীর সহাবস্থানে।
স্বাধীনতার বজ্রমুষ্ঠি তখন আকাশে উত্থিত হয়।
আর সহকর্মী যদি মীরজাফর বা শাইলক হয়,
স্বাধীনতা তখন নিভৃতে কাঁদে।
স্বাধীনতা তখন একা হয়ে গেলেও লড়াই চালিয়ে যায়।
স্বাধীনভাবে যুদ্ধ করে পলাশীর প্রান্তরে ভূ-লুণ্ঠিত মীরমদন মোহনলাল।
হয়তো মরেছে কিন্তু ভাঙেনি শির দাঁড়া।
মনে রেখ মীরমদন আর মোহনলালের রক্ত বইছে শিরায় শিরায়।
স্বাধীনতার জন্য লড়াই করে যাবো।
হেরে গেলেও লোকে আমার জন্য ফেলবে অশ্রুজল,
আর তোমার নাম শুনলে ফেলবে থু থু।
তুমি সহকর্মী সুহৃদ আমার।
তোমায় ভালোবাসি।
এখনো তোমায় মন প্রান দিয়ে ভালোবাসি।
তুমি মীরজাফর জেনেও তোমায় ভালোবাসি।
এখনো তোমায় হেমন্তের শিশির কণার মতো স্বচ্ছ মনে করি,
এখনো তোমার শ্বাসবায়ুতে বিষ কণা নেই ভাবি।
প্রথম মৃত্যুর আগে নিজের ভিতরটা একটু দেখ দেখি?
কপিরাইট@তারাপদ মাঝি
২২শে সেপ্টেম্বর,২০২০
দেবনগর।

কোন মন্তব্য নেই

গল্প বা কবিতা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না

Blogger দ্বারা পরিচালিত.