#মাছ_ফেরিওয়ালী

#কবিতা

#মাছ_ফেরিওয়ালী 

#তারাপদ_মাঝি




“মা……..চ……. নে……...বে……….মা………..চ।”

হাঁক দিয়ে ফেরি করে মাছ।

মলিন বসনা নারী,

মাথে মাছের হাঁড়ি

বসিয়ে থালা পরে,

হাঁটে নারী পথ পরে।


বয়স কতই বা হবে?

তিরিশ বত্রিশেই রবে।

ভরা যৌবন তনুময়,

মলিন বসনে কি ঢাকা রয়?

শকুনের দৃষ্টি পড়ে তায়।

শয়তানের পদভারে মন্দিরে

বিগ্রহ অপবিত্র হতে পারে,

বিগ্রহে প্রান যদি থাকে

অসীম অত্যাচারও অমলিন রাখে।


আদিকাল হতে আজও

নারীকে ভোগ্য সামগ্রী ভাবা লাজও।

কিন্তু পুরুষ কি তা ভাবে!!!

নারীতে মায়ের বসতি ভবে।

সব কিছু তুচ্ছ করি,

নারী নিজ মূর্তি ধরি,

সন্তান করিতে পালন,

নারী যৌবনেও হয়েছে লালন।

কন্ঠে তার উদাত্ত গান,

গেয়ে গেয়ে পথে যান-

“মাচ নেবে মাচ

রুই কাতলা পাঙ্গাস মাচ”।


কপিরাইট@তারাপদ মাঝি

৫ই এপ্রিল,২০২১

দেবনগর।


কোন মন্তব্য নেই

গল্প বা কবিতা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না

Blogger দ্বারা পরিচালিত.