#প্রার্থনা

গোলাপী শাড়ির সাজে গ্রামের পথে পথে
খরতপ্ত রৌদ্রালোকে ছত্রহীন তপ্ত মাথে
“করোনার” প্রানঘাতী ভয়ংকর থাবার অন্বেষণে
নিরলস প্রচেষ্টা চালিয়েছে ধাত্রী কর্তব্য কারণে।
একবেলা খেয়ে সারাদিন প্রানান্তকর খাটুনি
সন্দেহের বেড়াজালে মাঝে মাঝে সাবানের ফেনি
দিয়ে পদহস্ত প্রক্ষালন আর রুটিনে বাঁধা কাজ,
মানব সভ্যতা বাঁচানোর সংগ্রামে ডাক্তার সমাজ।
নিজেদের জীবন তুচ্ছ করে ধাত্রী ডাক্তার প্রত্যয়ী
মানব সভ্যতা বাঁচাবেই তারা করোনা হবে ধরাশায়ী।
অথচ কৃতঘ্ন মানুষের ব্যবহার দেখ! এ কেমন কথা!
যে ধাত্রী ডাক্তার সঁপেছে প্রাণ মানুষের দেখি ব্যথা!
সেই মানুষই কত কথা কয় কদর্য ইঙ্গিত করে
যেদিন ধাত্রী ডাক্তার আক্রান্ত হয় করোনার জ্ব্ররে।
ডাক্তার নাকি ডাকাত সব কেউ বা বলে কসাই
ধাত্রী ডাক্তার ভগবান ছিল এখনও আছেন তাই।
ডাক্তার নিয়ে ব্যবসা করে তারাই হলো কসাই
শয়তানের মুখোশে আসে ভগবানের কসাই।
আজি এই সায়াহ্নে নমি সর্বশক্তিমান ভগবানে
আরও শক্তি দাও সাহস দাও ডাক্তার ধাত্রীগনে।
©®তারাপদ মাঝি
দেবনগর
২০/০৭/২০২০

কোন মন্তব্য নেই

গল্প বা কবিতা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না

Blogger দ্বারা পরিচালিত.