#অশনি_সংকেত

আকাশে মেঘ জমতে শুরু করেছে।
এ মেঘ যেমন তেমন মেঘ নয় কিন্তু!
এ মেঘের সৃষ্টি হচ্ছে মানুষের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে
উৎপন্ন হওয়া বিষ বাষ্পের ঘনীভূত পদার্থে।
এই পদার্থের নাম হলো “ধর্ম”।
ধর্মের ভিত্তিতে মানুষের জাগরণ হচ্ছে!!!
উন্নয়নের মাপকাঠি নয়?
দূর্নীতি নিরসনে নয়?
উৎপীড়নের ভয়াল রুপের রঙে নয়?
জাগরণ হচ্ছে ধর্ম বিশ্বাসের অমূলক আতঙ্কে।
এই আতঙ্ক সর্বগ্রাসী হয়ে সমাজে লালিত!
হে মানব, হে মহা মানব-
ধর্ম বিতাড়িত করে সমাজকে ধর্ম শূন্য, ভেদ শূন্য করো।
কপিরাইট@তারাপদ মাঝি
দেবনগর
১২ই অক্টোবর,২০২০

কোন মন্তব্য নেই

গল্প বা কবিতা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না

Blogger দ্বারা পরিচালিত.