#চলতে_হবে_সময়ের_সঙ্গে_তাল_মিলিয়ে

#রম্য_রচনা 

#চলতে_হবে_সময়ের_সঙ্গে_তাল_মিলিয়ে

#তারাপদ_মাঝি



সুজয়,অমর আর শান্তনু হাবুদার চায়ের দোকানে সকাল সকাল আড্ডা দিতে চলে এসেছে। ওরা সবে চায়ের কাপে ঠোঁট ছোঁয়াতে

যাবে, এমন সময় সুকান্তবাবু উস্কোখুস্কো চেহারা নিয়ে চায়ের দোকানে হাজির।


-গরম চায়ে চুমুক দিয়ে সুকান্তবাবু বললেন - তোমাদের কাছে একটা পরামর্শ চাই। তোমরা ফেবুতে তো আমার লেখা গল্প-কবিতা

গুলো পড়েই থাকবে! সত্যি করে বলবে - লেখাগুলি  কি পড়ার উপযুক্ত ?

-আরে দাদা আপনার গল্পের কোন তুলনা হয় না। সব গল্পগুলো বেশ ভালো। কিন্তু দাদা, এসব কেন আমাদের জিজ্ঞাসা করছেন।

কোন সমস্যা হয়েছে কি?

-আরে না তেমন কিছু না। আমি এমনি জিজ্ঞেস করছিলাম আর কি। আসলে কি জানিস, বন্ধুদের সঙ্গে দেখা হলেই বলে-  দাদা,

দারুন সব গল্প উপহার দিচ্ছেন। দেখবেন একদিন বিখ্যাত লেখক হয়ে যাবেন। কিন্তু ফেবু খুললে দেখা যায় যে লাইক বা কমেন্ট

মিলে মোট পাঁচটা কি সাতটা। গল্প যদি ভালো হয়, তাহলে লাইক পাচ্ছে না কেন? আমার কোথায় গন্ডগোল আছে ঠিক বুঝতে

পারছি না।

-শান্তনূ বললে- গন্ডগোল কোথায় আছে আমি বুঝি দাদা। কিন্তু বলতে সাহস হয় না।

-কেন?

-যদি আপনি কিছু মনে করেন?

-আমি কিচ্ছু মনে করবো না। তুই বলতো কি সমস্যা!

- সমস্যা হলো- আপনার গল্পের আকৃতি বিশাল। পড়তে অনেকটা সময় লাগে। এতটা ধৈর্য্য আজকালকার পাঠকের নেই। যখন

সকলে দেখবে, আপনার গল্প অনেকটা বড়, তখন সবাই না পড়েই স্কিপ করবে। তখন আপনার লেখা সঠিক মুল্যায়ন পাবে না।

ফলে লাইক বা কমেন্টস খুবই কম পাবে। এখন মানুষের হাতে সময় কম। ধৈর্য্যও কম। ফলে সময়ের সঙ্গে তাল মিলিয়ে যদি গল্পকে

মেদ বর্জিত, অলংকার বর্জিত, সংক্ষিপ্ত কিন্তু চিত্তাকর্ষক করে লেখা যায়, তাহলে ফেবুতে বেশী লাইক বা কমেন্টস পাবে।

-এই জন্য আমি গ্রুপের ইভেন্টের প্রতিযোগীতায় অংশ গ্রহন করি না।ওতে লেখকের কোন স্বাধীনতা থাকে না। শব্দ সংখ্যা একেবারে

বেঁধে দেওয়া হয়। আরে ভাই সংক্ষিপ্ত শব্দ সংখ্যায় কোন চিত্তাকর্ষক গল্প সৃষ্টি করা কি সম্ভব!


-সকলে পারলে আপনি পারবেন না কেন? মনে রাখবেন সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে হারিয়ে যেতে হয়।

 

কপিরাইট@তারাপদ মাঝি

১৮ই জুলাই,২০২০

দেবনগর।


কোন মন্তব্য নেই

গল্প বা কবিতা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না

Blogger দ্বারা পরিচালিত.