#কপালের_দোষ

#কবিতা

#কপালের_দোষ

#তারাপদ_মাঝি





আর যেখানে কাজ করিস ভাই করবি মনের সুখে,

পঞ্চায়েতে কাজ করলে জীবন কাটবে তোর দুখে।

কপালগুনে যদি তুই সহায়ক বা পঞ্চায়েত কর্মী হ’স,

কিংবা কাজ জেনেও না জানার কানকাটা হ’স,

দিনটা তোর সুখেই কাটবে থাকবে না আর ঝুঁকি,

চাকরী জীবন কেটেই যাবে দিব্যি দিবি ফাঁকি।


লক্ষ লক্ষ পাপ করলে মানুষ সচিব হয়,

সকলের লাথি ঝাঁটায় পূর্বের পাপ ক্ষয়।

কত লোকের কত আবদার ভাবলে আসে জ্বর,

যখন তখন ভুঁইফোড় বিল আসবে মাসভোর।

কে যে কখন সত্যি বলে কখন যে বলে মিথ্যা,

ভাবতে গেলেই ভাবতে ভাবতে হবেই মাথা ব্যথা।


অফিস থেকে বাড়ি ফিরলে তাতেও রক্ষা নাই,

হোম মিনিষ্টারের কাজ কর্ম করতে তোমায় হবেই।

ছেলে মেয়ের কত বায়না কত হিসাব নিকাস,

সব কিছু মিটলে পরে ফেলতে পার প্রশ্বাস?

সব কিছু চুকলে পরে ভাবছো নেবে বিশ্রাম?

ফোনটা তোমার বেজেই যাবে অনর্গল অবিরাম।

ফোনালাপ শেষ হলেও এমনি তার গুন,

সারারাতের ঘুম ছুটবে মাথায় জ্বলবে আগুন।


কপিরাইট@তারাপদ মাঝি

২৪শে সেপ্টেম্বর,২০২০.

দেবনগর






কোন মন্তব্য নেই

গল্প বা কবিতা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না

Blogger দ্বারা পরিচালিত.