#অপেক্ষা

#কবিতা

#অপেক্ষা

#তারাপদ_মাঝি




করোনা দানব দাপিছে দেশে

মৃত্যু মিছিলের সমারোহ,

অফিস কারখানা সকল বন্ধ

সংসারে টান অহ-রহ।

পেটের দায়ে মায়ে পোয়ে আজ

ব্যাগের পসরা নিয়া,

রাস্তার মোড়ে বেচিছে ব্যাগ

ব্যাকুল ছোট্ট হিয়া।

খদ্দের আসে অল্প স্বল্প যদি

ব্যাগের প্রয়োজনে,

ঘাঁটাঘাঁটি করে ছড়ায়ে ছিটায়ে রাখে

ব্যাগ নাহি কেনে।

ব্যাকুল হৃদয় তবু অপেক্ষমান

কোন সহৃদয় লাগি,

করুণা না করে ব্যাগ কিনে নিবে

হবে না দয়ার ভাগি।


কপিরাইট@তারাপদ  মাঝি

দেবনগর

২৪/০৯/২০২১


কোন মন্তব্য নেই

গল্প বা কবিতা কেমন লাগলো তা জানাতে ভুলবেন না

Blogger দ্বারা পরিচালিত.